চোখের নিচে কালো দাগ ত্বকের স্বাভাবিক সৌন্দর্য কমিয়ে দেয়। ক্লান্তি বেড়ে যাওয়া, রাতে অপর্যাপ্ত ঘুম, এলার্জি এবং শুষ্কতা, অবসাদ, বার্ধক্য, পানি কম খাওয়া এবং বংশগত ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। তবে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে কিছুদিনের মধ্যেই এই দাগ পুরোপুরি নিরাময় করা সম্ভব।
চোখের নিচে কালো দাগ চিরতরে দূর করার উপায় সমূহ নিয়ে আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক:
চোখের নিচে কালো দাগ দূর করার উপায়:
সহজ কিছু উপায় এর মাধ্যমে চিরতরে চোখের নিচে কালো দাগ দূর করা সম্ভব। চলুন দেখে নেই চোখের নিচে কালো দাগ দূর করার উপায় গুলো কি কি?
পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন
চোখের নিচে কালো দাগ দূর করার সবথেকে বড় মহৌষধ হলো রাতে পর্যাপ্ত ঘুম। রাতে পর্যাপ্ত ঘুম হলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে না।
ডিভাইস কম ব্যবহার করুন
অনেক সময় ধরে বিভিন্ন ডিভাইস যেমন (কম্পিউটার, মোবাইল) ইত্যাদি ব্যবহারের ফলে চোখের নিচে কালো দাগ পড়ে। এগুলো ব্যবহারের সময় নির্দিষ্ট করুন।
মাথা উঁচুতে রেখে ঘুমানোর অভ্যাস করুন
ঘুমানোর সময় উঁচু বালিশ ব্যবহারের চেষ্টা করুন। এতে করে চোখের ফোলা ভাব এবং চোখের নিচে কালো দাগ দূর হবে।
শসা এবং লেবুর রস লাগান
যতটুকু শসার রস নিবেন তার সাথে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে চোখের নিচের কালো দাগের উপর লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে ভালো ফল পাবেন।
আলুর রস এবং গোলাপ জল
আলুর রসের গুরুত্বপূর্ণ উপাদান ন্যাচারাল ব্লিচ এজেন্ট সামান্য গোলাপজলের সাথে মিশিয়ে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হবে।
টমেটোর রস
টমেটোর রসের সঙ্গে সামান্য পরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চোখের নিচে ১০ মিনিট লাগিয়ে রাখলে চোখের কালো দাগ দূর হয়।
নারিকেল তেল ম্যাসেজ করুন
চোখের চারপাশের কালো দাগ দূর করতে নারকেল তেল ম্যাসাজ করুন।
চোখের নিচে কালো দাগ কেন হয়
চোখের নিচের কালো দাগ হওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। নিচে আমরা চোখের নিচে কালো দাগ কেন হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব:
● বংশের অন্য কারোর ডার্ক সার্কেল এ সমস্যা থাকলে এটি হওয়া স্বাভাবিক,
● আয়রনের ঘাটতি হলে বিশেষ করে গর্ববতী মহিলাদের ডার্ক সারকেল হয়,
● আঙুল দিয়ে ঘনঘন চোখ ঘষার অভ্যাস থাকলে ডার্ক সার্কেল হয়,
● সূর্যালোকের অতিরিক্ত এক্সপোজার চোখে লাগলে ডার্ক সার্কেল হয়,
● মাদকদ্রব্যের নেশা থাকলে ডার্ক সার্কেল হওয়া স্বাভাবিক,
● থাইরয়েড থাকলে চোখের নিচে কালো দাগ পড়ে,
● পানি শূন্যতা এবং ডার্মাটাইটিস এর কারণে চোখের নিচে কালো দাগ হয়,
● বার্ধক্য জনিত কারণে ডার্ক সার্কেল হওয়া স্বাভাবিক,
● চোখের মেকআপ নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কেল হতে পারে,
● গরম পানি দিয়ে নিয়মিত মুখ ধুলে ডার্ক সার্কেল হয়,
● অপর্যাপ্ত ঘুমে ডার্ক সার্কেল হয়।
চোখের নিচে কালো দাগ দূর করার ক্রিম
চোখের নিচে কালো দাগ দূর করার সবথেকে ভালো ক্রিমের নাম হলো Bioaqua 24k gold serum। বর্তমান বাজারে এই ক্রিমটির মূল্য ৪১০ টাকা। আরো কয়েকটা ওষুধের নাম হলো:
● CeraVe Eye Repair Cream,
● 3W Clinic Honey Eye Cream,
● Cosrx Advanced Snail Peptide Eye Cream
এই ঔষধ গুলো চোখের বলিরেখা, কালো দাগ এবং ফোলা ভাব দূর করতে যথেষ্ট ভূমিকা পালন করে।
মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায় কি?
মেয়েদের চোখের নিচের কালো দাগ দূর করার বিভিন্ন ফেসপ্যাক সম্পর্কে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। এছাড়া আরো কয়েকটি মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায় হল:
● স্লাইস করে কাটা আলু বা শসা চোখের উপরে রাখুন,
● কাঁচা দুধ এবং গুড়া হলুদ এর মিশ্রণ চোখের কালো দাগে ব্যবহার করুন,
● চোখের নিচে ঠান্ডা পানি ম্যাসেজ করুন,
● ভালো ব্র্যান্ডের মশারাইজার এবং আই ক্রিম ব্যবহার করুন,
● গ্রিন টি চোখের নিচে এপ্লাই করুন।
উপসংহার
প্রিয় পাঠক / পাঠিকা, আমাদের আজকের আর্টিকেলে আমরা চোখের নিচে কালো দাগ, দাগের কারণ এবং চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা বিভিন্ন ক্রিমের নাম আলোচনা করেছি যেগুলো দিয়ে এই দাগ দূর করা সম্ভব। আশা করি আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনারা উপকৃত হয়েছেন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী
চোখের সাদা অংশে কালো দাগ হওয়ার কারণ?
উঃ হোমোজেন্টিসিক অ্যাসিড (HGA) নামক রাসায়নিকের কারনে।
চোখের নিচে কালো দাগ কিভাবে দূর করার উপায়?
উঃ চোখের নিচে ঠান্ডা পানি ম্যাসাজ পড়লে চোখের নিচে কালো দাগ দূর হয়।
চোখের সমস্যার লক্ষণ কি?
উঃ চোখ দিয়ে পানি পড়া, চোখ ঝাপসাহয়ে আসা, চোখ চুলকানো এবং চোখে জ্বালাপোড়া করা হলো চোখের সমস্যার প্রাথমিক লক্ষন।