অপরিকল্পিত সহবাসের ফলে অযাচিত গর্ভধারণ প্রতিরোধ করতে নারীরা ইমারজেন্সি পিল খেয়ে থাকেন। তবে এটি মনে রাখতে হবে, ইমারজেন্সি পিল সরাসরি ঘটায় না, তাই ইমারজেন্সি পিল জন্মনিয়ন্ত্রণের কোন পদ্ধতির ভেতর পড়ে না। তাই এক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি আপনি মেনে চলছেন তা চালিয়ে যেতে হবে। ইমারজেন্সি পিল অসতর্কিত যৌন মিলনের ৫ দিন পর্যন্ত করা যেতে পারে।
তবে যৌন মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব ইমারজেন্সি পিল খেয়ে নেওয়া উচিত। ইমারজেন্সি পিল শুধুমাত্র স্বল্পমেয়াদি ডিম্বানু স্ফুটনের সময়কে পিছিয়ে দেয়। তাই দীর্ঘমেয়াদী কোন পদ্ধতি যারা গ্রহণ করছেন তাদের জন্য এটা ঠিক নয়। আজকের এই আর্টিকেলে আমরা ইমার্জেন্সি পিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক:
ইমারজেন্সি
পিল কোনটা ভালো
বাজারে বিভিন্ন ধরনের ইমারজেন্সি পিল কিনতে পাওয়া যায়। তবে মানের দিক থেকে Emcon ইমারজেন্সি পিলটি অন্যান্য পিলের থেকে ভালো। বর্তমানে বাজারে এই ইমারজেন্সি পিলের দাম ৬০ টাকা। চলুন কিছু ভালো ব্রান্ডের ইমারজেন্সি পিল এর নাম এবং দাম জেনে নেওয়া যাক:
নরপিল
ইমারজেন্সি পিল
অপরিকল্পিত
যৌন মিলনের ৭২ ঘণ্টার মধ্যে এই পিলটি সেবন করতে হবে। প্রতি প্যাকেটে একটি করে সাদা
গোল বড়ি থাকে। এই ইমারজেন্সি পিলটির মূল্য ৭৫ টাকা।
পিউলি
ইমারজেন্সি পিল
যৌন মিলনের পাঁচ দিনের মধ্যে এই ইমারজেন্সি পিলটি সেবন করতে হয়। বর্তমানে বাজারে এই পিলটির মূল্য ১৯৫ টাকা।
নোরিক্স
ইমারজেন্সি পিল
এই
ইমারজেন্সি পিলটি যৌন মিলনের ৭২ ঘণ্টার মধ্যে সেবন করা উচিত। একটি প্যাকেটে দুইটি করে
সাদা রঙের গোল বড়ি থাকে। এবং এই পিলটির মূল্য ৬০ টাকা।
আই
- পিল ইমারজেন্সি পিল
যৌন
মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব ঔষধটি সেবন করুন। তবে যৌন মিলনের ৭২ ঘন্টা পর্যন্ত ঔষধ
টি সেবন করা যেতে পারে। এই ইমারজেন্সি পিলটির মূল্য বাজারে ১৯০ টাকা।
ইমকন
১ ইমারজেন্সি পিল
অরক্ষিত
যৌন মিলনের পর ঘন্টা পর্যন্ত এই পিলটি সেবন করা যেতে পারে। একটি প্যাকেটে একটি মাত্র
সাদা রঙের বড়ি থাকে। এর বর্তমান বাজার মূল্য ৭০ টাকা।
ইমারজেন্সি পিল এর নাম
- ইমকন ১ ইমারজেন্সি পিল,
- নভেলন ২১ ইমারজেন্সি পিল,
- রোজেন ২৮ টি ট্যাবলেটের ইমারজেন্সি পিল,
- নরপিল ইমারজেন্সি পিল,
- 5x ইমারজেন্সি পিল,
- আই - পিল ইমারজেন্সি পিল,
- নোরিক্স ইমারজেন্সি পিল,
- আই - পিল ইমারজেন্সি পিল।
ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম
ইমারজেন্সি পিল এর অন্য নাম হলো মর্নিং আফটার পিল। কিন্তু যৌন মিলনের পরের দিন সকালেই ইমারজেন্সি পিল সেবন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। যৌন মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব ইমারজেন্সি পিল খেয়ে নেওয়া উচিত। বাজারে কিছু ইমারজেন্সি পিল পাওয়া যায় যেগুলো যৌন মিলনের ১২০ ঘন্টা অথবা ৭২ ঘণ্টার মধ্যেও সেবন করা যায়।
তবে ইমারজেন্সি পিল এর ধরন অনুযায়ী ৩ দিন, ৫ দিন এবং ২১ দিন মেয়াদী হয়। তবে ইমারজেন্সি পিল খাওয়ার আগে প্যাকেটের লেখা সোনা পড়ে দেখুন অথবা ফার্মেসি থেকে জেনে আসুন। আশা করি ইমারজেন্সি পিল খাওয়ার নিয়ম কি তা আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন।
ইমারজেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া
- তীব্র মাথা ব্যাথা হতে পারে এবং বমি বমি ভাব থাকতে পারে,
- ওজন বৃদ্ধি অনিয়ন্ত্রিত হতে পারে,
- ইমারজেন্সি পিল খাওয়ার পরবর্তী ঋতুস্রাবে অতিরিক্ত পরিমাণে রক্ত যেতে পারে,
- নিয়মিত ইমারজেন্সি পিল খেলে গর্ভধারণের সমস্যা হয়,
- এক সপ্তাহের বেশি সময় ধরে রক্ত যেতে পারে,
- ঔষধ সেবনের দুই ঘণ্টার মধ্যে বমি হতে পারে,
- তিন থেকে পাঁচ দিন পেটে মৃদু বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে,
- হঠাৎ করে মেজাজ পরিবর্তন হতে পারে এবং অস্থিরতা দেখা দিতে পারে।
উপসংহার
বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী
কতটা নিরাপদ ইমারজেন্সি জন্মনিরোধক পিল?
উঃ সাময়িক সময়ের জন্য নিরাপদ হলেও এটি কোন দীর্ঘমেয়াদি পদ্ধতি নয়।
ইমারজেন্সি পিল এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
উঃ বমি বমি ভাব, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথাব্যথা।