১ ফুট কত ইঞ্চি | ১ ফুট = কত মিটার | ১ ফুট = কত সেন্টিমিটার?

 

১ ফুট কত ইঞ্চি

দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ইঞ্চি ব্যবহার করা হয় এবং ইঞ্চির পরিমাপ ফুট এ প্রকাশ করা সম্ভব। ১ ফুট কত ইঞ্চি তা অনেকেই জানতে চান। এক ফুটে সাধারণত ১২ ইঞ্চি হয়, অর্থাৎ বলা যায় এক ফুট সমান ১২ ইঞ্চি। এই হিসাব সাধারণত যুক্তরাষ্ট্রীয় এবং ব্রিটিশ একক অনুসারে হয়ে থাকে। 

১ ফুট কত ইঞ্চি

এই হিসাব অনুযায়ী ৩ ফুটে ১ গজ হয়ে থাকে। ইম্পেরিয়াল এবং মার্কিন একক অনুযায়ী এর গাণিতিক সূত্র হলো: ইঞ্চি = ফুট × ১২। এই সূত্র ব্যবহার করে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক:

     

    ১) ১৮০ ফুট = ? ইঞ্চি

     

    উঃ যেহেতু ১ ফুট সমান ১২ ইঞ্চি ∴ (১৮০ × ১২) ইঞ্চি

     

    = ২১৬০ ইঞ্চি।

     

    ২) ১৮০ ফুট = কত ইঞ্চি?

     

    উঃ (১৮০× ১২) ইঞ্চি =২১৬০ ইঞ্চি।


    আশা করি ইঞ্চি বের করার নিয়ম সম্পর্কে আপনারা অবগত হয়েছেন।


    ফুট থেকে ইঞ্চি রূপান্তর টেবিল

     

    চলুন একটি টেবিলের মাধ্যমে ফুট থেকে ইঞ্চি বের করলে কত সংখ্যা হয় তা দেখে নেওয়া যাক:

     

    ফুট

    ইঞ্চি

     ১ ফুট

    ১২ ইঞ্চি

    ২ ফুট

    ২৪ ইঞ্চি

    ৩ ফুট

    ৩৬ ইঞ্চি

    ৪ ফুট

    ৪৮ ইঞ্চি

    ৫ ফুট

    ৬০ ইঞ্চি

    ৬ ফুট

    ৭২ইঞ্চি

    ৭ ফুট

    ৮৪ ইঞ্চি

    ৮ ফুট

    ৯৬ ইঞ্চি

    ৯ ফুট

    ১০৮ ইঞ্চি

    ১০ ফুট

    ১২০ ইঞ্চি

    ১১ ফুট

    ১৩২ ইঞ্চি

    ১২ ফুট

    ১৪৪ ইঞ্চি

    ১৩ ফুট

    ১৫৬ ইঞ্চি

    ১৪ ফুট

    ১৬৮ ইঞ্চি

    ১৫ ফুট

    ১৮০ ইঞ্চি

    ১৬ ফুট

    ১৯২ ইঞ্চি

    ১৭ ফুট

    ২০৪ ইঞ্চি

    ১৮ ফুট

    ২১৬ ইঞ্চি

    ১৯ ফুট

    ২২৮ ইঞ্চি

    ২০ফুট

    ২৪০ ইঞ্চি

    ২১ ফুট

    ২৫২ ইঞ্চি

    ২২ফুট

    ২৬৪ ইঞ্চি

    ২৩ ফুট

    ২৭৬ ইঞ্চি

    ২৪ ফুট

    ২৮৮ ইঞ্চি

    ২৫ ফুট

    ৩০০ ইঞ্চি

    ২৬ ফুট

    ৩১২ ইঞ্চি

    ২৭ ফুট

    ৩২৪ ইঞ্চি

    ২৮ ফুট

    ৩৩৬ ইঞ্চি

    ২৯ ফুট

    ৩৪৮ ইঞ্চি

    ৩০ ফুট

    ৩৬০ ইঞ্চি

    ৩১ ফুট

    ৩৭২ ইঞ্চি

    ৩২ ফুট

    ৩৮৪ ইঞ্চি

    ৩৩ ফুট

    ৩৯৬ ইঞ্চি

    ৩৪ ফুট

    ৪০৮ ইঞ্চি

    ৩৫ ফুট

    ৪২০ ইঞ্চি

    ৩৬ ফুট

    ৪৩২ ইঞ্চি

    ৩৭ ফুট

    ৪৪৪ ইঞ্চি

    ৩৮ ফুট

    ৪৫৬ ইঞ্চি

    ৩৯ ফুট

    ৪৪৮ ইঞ্চি

    ৪০ ফুট

    ৪৮০ ইঞ্চি

    ৪১ ফুট

    ৪৯২ ইঞ্চি

    ৪২ ফুট

    ৫০৪ ইঞ্চি

    ৪৩ ফুট

    ৫১৬ ইঞ্চি

    ৪৪ ফুট

    ৫২৮ ইঞ্চি

    ৪৫ ফুট

    ৫৪০ ইঞ্চি

    ৪৬ ফুট

    ৫৫২ ইঞ্চি

    ৪৭ ফুট

    ৫৬৪ ইঞ্চি

    ৪৮ ফুট

    ৫৭৬ ইঞ্চি

    ৪৯ ফুট

    ৫৮৮ ইঞ্চি

    ৫০ ফুট

    ৬০০ ইঞ্চি

    ৫১ ফুট

    ৬১২ ইঞ্চি

    ৫২ ফুট

    ৬২৪ ইঞ্চি

    ৫৩ ফুট

    ৬৩৬ ইঞ্চি

    ৫৪ ফুট

    ৬৪৮ ইঞ্চি

    ৫৫ ফুট

    ৬৬০ ইঞ্চি

    ৫৬ ফুট

    ৬৭২ ইঞ্চি

    ৫৭ ফুট

    ৬৮৪ ইঞ্চি

    ৫৮ ফুট

    ৬৯৪ ইঞ্চি

    ৫৯ ফুট

    ৭০৮ ইঞ্চি

    ৬০ ফুট

    ৭২০ ইঞ্চি

    ৬১ ফুট

    ৭৩২ ইঞ্চি

    ৬২ ফুট

    ৭৪৪ ইঞ্চি

    ৬৩ ফুট

    ৭৫৬ ইঞ্চি

    ৬৪ ফুট

    ৭৬৮ ইঞ্চি

    ৬৫ ফুট

    ৭৮০ ইঞ্চি

     

    আশা করি আপনারা কত ফুটে কত ইঞ্চি হয় তা এখন সহজেই বের করতে পারবেন। তুমি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ১ ফুটে কত ইঞ্চি, আপনি সহজেই হয়তো উত্তর প্রদান করতে পারবেন। তাছাড়া কত ফুটে কত ইঞ্চি তা বের করার জন্য গুগলে ক্যালকুলেটর পাওয়া যায়। এই ক্যালকুলেটর মাধ্যমেও বের করতে পারবেন ১ ফুট কত ইঞ্চি। যদি না পারেন তাহলে আমাদের তালিকা তো রয়েছেই।

     

    কত ইঞ্চিতে এক ফুট হয়?

    ১২ ইঞ্চি = এক ফুট এটা আমরা সর্বপ্রথমে উল্লেখ করেছি। যারা আমাদের আর্টিকেলটি সম্পন্ন করেছেন আশা করি তাদের বের করতে কোন সমস্যা হবে না কত ইঞ্চিতে এক ফুট হয়? ফুট থেকে ইঞ্চি রূপান্তরের গাণিতিক সূত্র ও আমরা আর্টিকেলে প্রথমে উল্লেখ করেছি। তাই আশা করছি ফুট থেকে ইঞ্চি রূপান্তরে আপনাদের আর কোন সমস্যা থাকবে না।

     

    উপসংহার

    যারা ফুট এবং ইঞ্চির পরিমাপ সঠিকভাবে বুঝতে পারেন না আশা করি আমাদের আজকের আর্টিকেল থেকে তাদের আর কোন দ্বিধা থাকবে না। কারণ আজকের এই পোস্টে আমরা ১ ফুট কত ইঞ্চি কত ফুটে কত ইঞ্চি হয় তা তালিকার মাধ্যমে প্রকাশ করেছি। আর্টিকেলটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

     

    বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী


    ১ স্কয়ার ফুট কত ইঞ্চি?

    উঃ ২০৫২ ইঞ্চি।

    ১২ ইঞ্চি কত ফুট?

    উঃ ১২ ইঞ্চিতে ১ ফুট হয়।

    ৫ ফুট ৭ ইঞ্চি সমান কত সেমি?

    উঃ ১৭০.১৮ সেন্টিমিটার।

    ৫ ফুট ৭ ইঞ্চি সমান কত?

    উঃ ৩৫ ফুট প্রায়।

    Tags

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.